Logo

সারাদেশ

চরফ্যাসনে ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:২৮

চরফ্যাসনে ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাসনে রোববার (২৩ নভেম্বর) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে চরফ্যাসন সদর রোডে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের সভাপতি সালমান রহমান সোহেল সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকির সঞ্চালনা করেন।

উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, দপ্তর সম্পাদক কামাল গোলদার, যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি, ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, ভোলা দেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা, যেখানে প্রাকৃতিক গ্যাস, মাছ, কৃষি ও পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। তবে সেতুর অভাবে বিনিয়োগ, শিল্প উন্নয়ন ও দ্রুত যোগাযোগ এখনও ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বক্তারা উল্লেখ করেন, সম্প্রতি যোগাযোগ উপদেষ্টার ‘ভোলা-বরিশাল সেতু হচ্ছে না’ এমন মন্তব্যে ভোলাবাসীর মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সেতু নির্মাণের ঘোষণা না দিলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এম ফাহিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর