খাগড়াছড়িতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:৩৩
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে স্বাগত জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের কাছে খাগড়াছড়ি জেলার সার্বিক অবস্থা জানতে চান। এ সময় সাংবাদিকরা পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন সম্ভাবনা, পাহাড়ের প্রকৃতি রক্ষা, শহরের রাস্তা-ঘাট দখলমুক্ত রাখা, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা ও অন্যান্য শহরসংক্রান্ত সমস্যাসহ নানা পরামর্শ উপস্থাপন করেন।
নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের পরামর্শ শুনে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছোটন বিশ্বাস/এআরএস

