ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে মায়ের দোয়া ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুপুরে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর হাজীর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, কেক তৈরিতে খবরের কাগজ ব্যবহার, অনুমোদনহীন রঙ ব্যবহার এবং উৎপাদিত পণ্যে মেয়াদ না লেখা সংক্রান্ত অভিযোগে মায়ের দোয়া ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধের সাথে সম্পর্কিত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা এবং জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করেন। জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেটও বিতরণ করা হয়।
ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআরএস

