Logo

সারাদেশ

পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্য সরোয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:৪৩

পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্য সরোয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সরোয়ার হাওলাদারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন ইটবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এতে কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, পাওনা টাকা চাইতে গিয়ে ইলিয়াস, ফারুক, সবুজসহ জাহাঙ্গীর ডেকে নিয়ে ইউপি সদস্য সরোয়ারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মৃত্যুর সাত দিন পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়া আসামিরা এলাকায় থেকে সরোয়ারের পরিবার ও স্থানীয়দের নিয়মিত হুমকি ও ধামকি দিয়ে যাচ্ছে। তাই মানববন্ধনে উপস্থিতরা খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর