Logo

সারাদেশ

সোনারগাঁয়ে ১০৯ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, ৫২ জনের গণশুনানী

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:৫৯

সোনারগাঁয়ে ১০৯ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, ৫২ জনের গণশুনানী

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আয়োজিত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁ উপজেলা পরিষদে ৫২ জন মুক্তিযোদ্ধার শুনানী করা হয়।

মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জামুকা-তে একটি অভিযোগ দায়ের করেন, যেখানে ১০৯ জন মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা দাবি করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষ থেকে এই গণশুনানী আয়োজন করা হয়।

গণশুনানীতে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন, সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খাঁন, মেজর (অব.) আব্দুস সালাম এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান উপস্থিত ছিলেন।

শুনানী শেষে বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং দেন জামুকার নেতৃবৃন্দ। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ১০৯ জনকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু গণশুনানীতে ৫২ জনই উপস্থিত হন। বাকিদের জন্য পুনরায় নোটিশ দেওয়া হবে।

তিনি আরও জানান, অভিযোগ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হবে এবং পরে জামুকার পূর্ণাঙ্গ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অভিযোগকারীর বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে।

যদি অভিযোগের সত্যতা না পাওয়া যায়, তবে অভিযোগকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে, বিনা কারণে মান ক্ষুন্ন হলে অভিযুক্ত ব্যক্তিরাও আইনের মাধ্যমে বিচার দাবি করতে পারবেন।

সজিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর