Logo

সারাদেশ

কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৮:০৪

কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদর্শপাড়া এলাকার বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজীকে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পর শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেলোয়ার হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর