মিরসরাইয়ের পোলট্রি খামারে আগুন, পুড়ে গেল ২ হাজারের বেশি মুরগি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৮:২৫
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পোলট্রি খামারে আগুন লেগে দুই হাজার তিনশর বেশি মুরগি পুড়ে গেছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া গ্রামের আলাউদ্দিন পোলট্রি খামারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক আলাউদ্দিন বলেন, প্রায় চার হাজার বর্গফুটের খামারটিতে ছয় দিন আগে দুই হাজার তিনশ মুরগির বাচ্চা তোলা হয়েছিল। দুপুরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো খামারটি পুড়ে যায়। এতে সব বাচ্চা ও খামারের কাঠামো মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আহমেদ হোসেন বলেন, ‘খবর কিছুটা দেরিতে পেয়েছি। এলাকার রাস্তা দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ বলেন, ‘খামারটি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। আগুনে দুই হাজার তিনশ মুরগির বাচ্চাসহ সম্পূর্ণ কাঠামো নষ্ট হয়েছে। খামার মালিককে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’
সাফায়েত মেহেদী/এআরএস

