উত্তরা ইপিজেডে কারখানা চালুর দাবিতে শ্রমিকদের প্রতিবাদ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৮:২৯
ছবি : বাংলাদেশের খবর
‘হঠাও আন্দোলন, বাঁচাও ইপিজেড’—এ স্লোগান তুলে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া উত্তরা ইপিজেডের পুতুল তৈরির কারখানা সনিক বাংলাদেশ লিমিটেড চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। রোববার (২৩ নভেম্বর) সকালে উত্তরা ইপিজেডের মেইন গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘এই কারখানা আমাদের শুধু কর্মস্থল নয়, জীবিকা ও ভবিষ্যতের ভরসা। পরিবেশ স্থিতিশীল রাখা সবার দায়িত্ব। কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নিজেদের ও পরিবার রক্ষার স্বার্থে কোনো উসকানিতে পা দেওয়া ঠিক হবে না। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না।’
শ্রমিকরা আরও অভিযোগ করেন, বারবার আন্দোলন, কর্মবিরতি ও অস্থিরতার কারণে উত্তরা ইপিজেডের এভারগ্রীণসহ বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। উৎপাদন ব্যাহত হওয়ায় কোম্পানিগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ে। পরিস্থিতি চলতে থাকলে পুরো ইপিজেড ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা ঘোষণা দেন— ‘হঠাও আন্দোলন, বাঁচাও ইপিজেড।’
উল্লেখ্য, একসময় রংপুর অঞ্চলের নীলফামারীকে মঙ্গাপীড়িত এলাকা হিসেবে বিবেচনা করা হতো। উত্তরা ইপিজেড স্থাপনের পর জেলার আর্থসামাজিক উন্নয়ন উল্লেখযোগ্যভাবে বদলে যায়। বাড়ে কর্মসংস্থান, উন্নত হয় যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে রংপুর বিভাগের আট জেলার প্রায় ৪০ হাজার নারী-পুরুষ এখানে কাজ করছেন।
তৈয়ব আলী সরকার/এআরএস

