ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরে শিল্পকারখানার বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে কানাইপুর বিসিক শিল্পনগরীর মেসার্স নিপা প্লাস্টিক কারখানায়।
রোববার (২৩ নভেম্বর) সকালে কারখানার মালিক সিরাজ শেখ কারখানার পাশের ড্রেনে জাহিদের মরদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জাহিদের বাড়ি বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামে। তিনি পরিবার নিয়ে কানাইপুরের মৃগী গ্রামে থাকতেন। পুলিশ বলছে, কারখানার বৈদ্যুতিক তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপূর্ব অসীম/এআরএস

