Logo

সারাদেশ

ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৯:১৬

ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

ছবি : বাংলাদেশের খবর

মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মায়ানমারের সেনা ও বিজিপির পাঁচ সদস্যকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী পিলার ৪২ থেকে দেড় কিলোমিটার দূরে ঘুমধুম ৯নং ওয়ার্ডের গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মায়ানমারের শান স্টেট মোমেকের বাসিন্দা ও সেকেন্ড পুলিশ পরিদর্শক কোকো সেইন (৩৫), বলিবাজার বিজিপি ক্যাম্পের কনস্টেবল সোথু রা (৩৮), আউং সান হ্তু (২৫), কিয়াও জেয়ার লিন (৩২) এবং সেনাবাহিনীর সদস্য মিনমিন উ (৪১)।

স্থানীয়রা জানায়, এ পাঁচজন রোববার দুপুরে বাংলাদেশে প্রবেশ করে ঘুমধুম সীমান্তের লাগোয়া গাছবুনিয়া পাড়ায় আশ্রয় নেয়। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও জান্তার বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় তারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্ত থেকে প্রবেশ করা মায়ানমারের পাঁচ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল আলম বলেন, ‘ঘটনার পর গাছবুনিয়া পাড়া ও আশপাশের এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক সীমান্ত বিজিবি যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর