Logo

সারাদেশ

কালিয়াকৈরে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Icon

গাজীপুুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯

কালিয়াকৈরে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় রেললাইনের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৯ বছর বয়সি ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটি ট্রেন দুর্ঘটনা হতে পারে বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর রেলওয়ে হাইটেক স্টেশন মাস্টার খায়রুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ‘খবর পাওয়া মাত্রই রেলওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ জানায়, ‘লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি পরিচয় শনাক্তে আশপাশের থানায় তথ্য পাঠানো হয়েছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মো. দেলোয়ার হোসেন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর