বগুড়ায় স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামী আটক
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:১২
বাংলাদেশের খবর
বগুড়া শ্বাসরোধে গৃহবধূ আফিয়া আক্তার শম্পা (১৯)-কে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত স্বামী রিয়াজুল নাফিস (২২) আটক করেছে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের কৈ-পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আফিয়ার মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।
স্বজনদের দাবি, তিন মাস আগে প্রেমের সম্পর্কের জেরে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন আফিয়া ও নাফিস। বিয়ের পর তারা বগুড়া শহরের কৈ-পাড়ার একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
স্বজনদের অভিযোগ, সম্প্রতি নাফিসের পরিবার যৌতুক হিসেবে আফিয়ার পরিবারের কাছে ৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল দাবি করে। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল।
রোববার বিকেলে আফিয়া মুঠোফোনে বাবা-মাকে বারবার ফোন দিয়ে ‘বাঁচানোর’ অনুরোধ জানান। পরে স্বজনরা বাসায় গিয়ে ঘরের জানালার গ্রিলে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, ‘ঘটনার তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট ও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জুয়েল হাসান/এনএ

