Logo

সারাদেশ

কলেজ ড্রেস পরে অশ্লীল টিকটক পোস্ট

কলেজে শিক্ষার্থীদের স্মার্ট ফোন নিষিদ্ধ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৪:১৭

কলেজে শিক্ষার্থীদের স্মার্ট ফোন নিষিদ্ধ

বাংলাদেশের খবর

ফেনীর পরশুরাম সরকারি কলেজের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গিতে করা  টিকটক ভিডিও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারের পর কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরশুরাম সরকারি কলেজ শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গিতে ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে প্রতিষ্ঠানটি ব্যাপক সমালোচনা মুখে পড়ে।

রোববার (২৩ নভেম্বর ) বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোহাম্মদ নাসির উদ্দিন প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেইজে অধ্যক্ষ ডা. নাসির উদ্দীনের স্বাক্ষরিত নোটিশে বলা হয় ‘গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর ) কিছু শিক্ষার্থী কলেজ ড্রেস পরে স্মার্ট ফোনের মাধ্যমে টিকটক লাইকি ভিডিও তৈরি করেছে। এতে কলেজের সুনামের উপর প্রভাব পড়েছে। তাই ২৩ নভেম্বর রোববার থেকে কলেজে স্মার্ট ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ।’

কোনো ছাত্র ছাত্রী টিকটক বা লাইকির মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে গেলে বা কলেজ ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর কাছে স্মার্ট ফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

এই প্রসঙ্গে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোহাম্মদ নাসির উদ্দীন জানান, ‘সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যা কলেজের সুনাম ক্ষুণ্ন করেছে। ছাত্র ছাত্রীদের সচেতন করতেই আমরা এ পদক্ষেপ নিয়েছি। কেউ অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এই ঘটনায় আমরা বিব্রত এবং দুঃখিত।’

এম. এমরান পাটোয়ারী/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিষিদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর