নগরকান্দায় চোর সন্দেহে চার যুবককে গণপিটুনি, নিহত ১
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:১৯
ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে আটক চার যুবকের একজন, মো. শাহিন হোসেন (২৭), গণপিটুনিতে মারা গেছেন। গুরুতর অবস্থায় আহত বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড়ে।
স্থানীয়দের দাবি, চুরির উদ্দেশ্যে ঘোরাঘুরি করতে দেখে চারজনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেওয়া হয়। নিহত শাহিন রামনগর ইউনিয়নের গজগা গ্রামের মো. মোস্তফা মোল্যার ছেলে।
এলাকাবাসীর বরাতে জানা যায়, গভীররাতে চার যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটকে ফেলে স্থানীয়রা। পরে চোর সন্দেহে তাদের ওপর গণপিটুনি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় শাহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্য তিনজনকে নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা থানার ওসি মো. রেজাউল করীম জানান, চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় শাহিন নামে এক যুবক মারা গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।

