Logo

সারাদেশ

পটুয়াখালীতে ৯৫০ কেজি জাটকা জব্দ

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৪

পটুয়াখালীতে ৯৫০ কেজি জাটকা জব্দ

বাংলাদেশের খবর

পটুয়াখালীতে প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৯৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

গত রোববার (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টায় কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৯৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মোজাহিদুল ইসলাম নান্নু/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর