চট্টগ্রামে কম্বলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৯
বাংলাদেশের খবর
চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনের পঞ্চম তলায় অবস্থিত কম্বলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ড শুরু হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগ্রাবাদের ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ‘দুপুর দেড়টার দিকে কোতোয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকার চেয়ারম্যান বিল্ডিংয়ের একটি কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।’
অন্যদিকে স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানালেও ভবনের ভেতর থেকে তখনও দাউ দাউ করে অগ্নিশিখা বের হতে দেখা যায়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাসিন্দাদের মধ্যে।
সানাউল্লাহ/এনএ

