Logo

সারাদেশ

ফেনীতে বিজিবির সহযোগিতায় মুক্তি পেল শতাধিক পাখি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:০৮

ফেনীতে বিজিবির সহযোগিতায় মুক্তি পেল শতাধিক পাখি

বাংলাদেশের খবর

ফেনীর পরশুরামে শিকার করা শতাধিক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছেন বিজিবির সদস্যরা। উপজেলা দক্ষিণ গুথুমা সীমান্ত এলাকা থেকে স্থানীয় বিজিবির সহযোগিতায় খাঁচা বন্দি থেকে মুক্তি পেল শতাধিক শালিক। 

সোমবার (২৪ নভেম্বর) বিজিবি দল টহলকালীন সময় শতাধিক শালিক পাখি খাঁচাবন্দি উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তে একজন অজ্ঞাত ব্যক্তি বাঁশের ঝুড়ি ফেলে পালিয়ে যায়। কাছে এসে দেখা যায় শতাধিক শালিক পাখি। 

বিজিবির টহলকারী সদস্যরা প্রেস বিজ্ঞপ্তিতে জানান এক মুহূর্তে দেরি না করে দ্রুত খাঁচায় বন্দী শালিক পাখিগুলো ছেড়ে দেন খোলা আকাশে। 

গুথুমা গ্রামের বাসিন্দা নুর নবী জানান, ‘বিজিবির সদস্যদের মানবিক সহানুভূতি আর পেশাদারিত্বে রক্ষা পেল শতাধিক শালিক পাখি। এই মানবিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।’

ফেনীস্থ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘পাখি শিকার দণ্ডনীয় অপরাধ, সবাই সচেতন হলে শিকারিরা পাখি শিকার করতে পারবে না। পাখি শিকার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এম. এমরান পাটোয়ারী/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর