Logo

সারাদেশ

বরগুনায় বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:০৫

বরগুনায় বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

বাংলাদেশের খবর

বরগুনায় হানিফ পরিবহনের ধাক্কায় রুহুল আমিন নামের ২৫ বছরের যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুইজন। গতকাল রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তোতারবান্দা নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রুহুল আমিন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর বাসিন্দা মৃত রতন মিয়ার ছেলে। আহতরা হলেন, একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পাতাকাটা গ্রামের আক্কাস মিয়ার ছেলে আলআমিন (২৫) ও মোটর সাইকেল আরোহী একই এলাকার ৫ নং ওয়ার্ড-এর বাসিন্দা সত্তার আকনের ছেলে মজিবুর (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে বরগুনা থেকে ছেড়ে আসছিলো বেপরোয়া গতির হানিফ পরিবহন। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে তারা তিনজন বরগুনার দিকে যাচ্ছিলেন। কিন্তু রাস্তায় বাঁক থাকায় হর্ন না দিয়ে হানিফ পরিবহণ মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি বাসে সাথে ধাক্কা লেগে সিটকে সড়কের বাহিরে পড়ে যায়। মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু হয় এবং আর বাকি দুজনের অবস্থা গুরুতর।  

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, ‘দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়িসহ চালক মাসুমকে আটক করতে সক্ষম হয়। দুর্ঘটনায় রুহুল আমিন নামের একজনের মৃত্যু হয় এবং আল-আমিন ও মজিবর নামে দুইজন গুরুতর আহত হয়। তাদেরকে উন্নত চিকিৎসা করানো হচ্ছে। আর এই ঘটনায় একটি মামলা হয়েছে। হানিফ বাসটি জব্দ আছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খান নাঈম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর