Logo

সারাদেশ

ঐক্যবদ্ধ বিএনপির বার্তা নিয়ে গোপালগঞ্জ-২ আসনে রেন্টুর জনসংযোগ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:০৯

ঐক্যবদ্ধ বিএনপির বার্তা নিয়ে গোপালগঞ্জ-২ আসনে রেন্টুর জনসংযোগ

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনী জনসংযোগ করেছেন বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টু। দল ও নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্যের বার্তা দিয়ে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে প্রচারণা চালান।

জনসংযোগের সময় রেন্টু ও তার সমর্থকরা চৌরঙ্গী, কোর্ট চত্বর, উকিলবার ও গেটপাড়া এলাকা অতিক্রম করে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। শেষপর্যায়ে তারা গোহাটা বটতলায় গিয়ে জনসংযোগ কার্যক্রম শেষ করেন।

এসময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। জনসংযোগ শেষে সাংবাদিকদের সামনে মুশফিকুর রহমান রেন্টু বলেন,
‘আমরা বিএনপির বাইরে নই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব প্রাথমিকভাবে ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দল যাকে চূড়ান্তভাবে মনোনীত করবে, আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব। দলে আমাদের পরীক্ষা দেওয়া কিছু নেই। আমার বাবা এমএলএ ছিলেন। বড় ভাই হাফিজুর রহমান পলু মিয়া পৌরসভায় চেয়ারম্যান ছিলেন। আরও দুই ভাই—হাবিবুর রহমান কাবির ও সাইফুর রহমান নান্টু—গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন এবং এই দুই আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।’

পলাশ সিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর