Logo

সারাদেশ

নাটোরে নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সড়ক অবরোধ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৫

নাটোরে নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

নাটোরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-র প্রিপেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। তারা ‘লং মার্চ টু নেসকো অফিস ঘেরাও’ কর্মসূচিও পালন করেন।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় শহরের হাফরাস্তায় নেসকো অফিসের মূল ফটকের সামনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। এসময় তারা নেসকো প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ ও কিলোওয়াট চার্জ বাতিলের দাবিতে স্লোগান দেন।

দুপুর ১২টায় বিক্ষোভকারীরা আলাইপুর মেইন সড়ক অবরোধ করে বসে পড়েন। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে ক্রিকেট খেলেন ও স্লোগান দেন। বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে বিভিন্ন অযৌক্তিক চার্জের নামে টাকা কেটে নেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যুতের খুঁটি থেকে মিটার পর্যন্ত তারও গ্রাহকদের কিনতে হচ্ছে। গত বছরও একই দাবিতে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি।

তারা দাবি জানান—অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করে পুনরায় এনালগ মিটার চালু করতে হবে। দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকার কারণে পথচারী ও যানবাহন চালকরা সমস্যায় পড়েছেন।

নাজমুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর