Logo

সারাদেশ

সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় চোরাকারবারি আটক

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৪১

সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় চোরাকারবারি আটক

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় চিহ্নিত গরু চোরাকারবারি মো. লাভলু হোসেন (৪০)কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর টহলদল ভারতীয় সীমান্তে বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করার সময় তাকে হাতেনাতে ধরে।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন অধীন বড়খাতা বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর একটি টহলদল হাতিবান্ধা উপজেলার বুড়াসারডুবি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল।

এ সময় মো. লাভলু হোসেন ভারতীয় সীমান্তে গরু চোরাচালানের উদ্দেশ্যে বেআইনিভাবে তারকাঁটার বেড়া কর্তন করছিলেন। বিজিবি তাকে আটক করে এবং কাছ থেকে গরু চোরাচালানে ব্যবহৃত একটি তারকাঁটার বেড়া কাটার প্লাস (কাটার), একটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করে।

আটককৃত লাভলু হোসেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা বুড়াসারডুবি গ্রামের মৃত খলিল মিয়ারের ছেলে। বিজিবি তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করেছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবি আসামিকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।’

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক বিজিবি সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর