Logo

সারাদেশ

ধোবাউড়ায় শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে যোগদান

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৫৪

ধোবাউড়ায় শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে যোগদান

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের ধোবাউড়ার বিগত গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যগণ বিএনপিতে যোগদান করেছেন। তারা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানিয়েছেন।

শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে যোগদানের উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) সকালে ধোবাউড়া উপজেলা সদরের জেলা পরিষদ ডাক বাংলো কনফারেন্স হলে সংক্ষিপ্ত এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন ২০২৪ সালের ২৪ জুলাই ঢাকায় মহাখালীতে পুলিশের গুলিতে নিহত ঘোষগাঁও ইউনিয়নের জরীপাপাড়া নিবাসী শহীদ শাহজাহানের মা সাজেদা বেগম; ৫ আগস্ট ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত শহীদ সোহেল মিয়ার পিতা আবদুল হাকিম; ঢাকার আজমপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ মাজেদুল ইসলামের পিতা আবদুল মান্নান ও ভাই জালাল উদ্দিন; এবং ঢাকার সভারে পুলিশের গুলিতে নিহত শহীদ মওলানা সাদেকুর রহমানের ভাই হাফেজ মওলানা সাদ্দম হোসেন।

তারা বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ ও ২০ টাকা চাঁদা দিয়ে আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হন। যুগ্ম মহাসচিব প্রিন্স তাদের হাতে দলের প্রাথমিক সদস্যপদের স্বীকৃতি পত্র তুলে দেন। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

এসময় প্রিন্স বলেন, ‘শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে যোগদান গণতান্ত্রিক অভিযাত্রার জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক। তারা শহীদদের অপূর্ণ স্বপ্ন পূরণের জাতীয় অভিযাত্রায় অংশগ্রহণ করছেন। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আওয়ামী শাসকগোষ্ঠী দেশে একদলীয় দমননীতি চাপিয়ে দিয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছিল। বিএনপি গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে গণ অভ্যুত্থানের ধোবাউড়ার বীর শহীদদের স্মরণে সড়ক বা স্থাপনার নামকরণ, স্মৃতি স্তম্ভ ও জাদুঘর স্থাপন এবং পরিবারের উপযুক্ত একজনের কর্মসংস্থান করা হবে।’

শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে বলেন, ‘প্রিন্সকে মনোনয়ন দিয়ে বিএনপি হালুয়াঘাট ও ধোবাউড়ার জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়েছে। নির্বাচনী এলাকায় জনগণ তার ওপর আস্থা ও বিশ্বাস রাখে। প্রিন্সের পক্ষেই উন্নয়ন সম্ভব।’

এছাড়া প্রিন্স বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট বাজার, গোয়াতলা ইউনিয়নের জিরাখালী এবং পুরকান্দুলিয়া ইউনিয়নের পুটিয়ারকান্দা চৌরাস্তায় গণসংযোগ করে লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক আবদুল কুদ্দুস, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, যুবদল নেতা ফারুক হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জালাল উদ্দিন, মৎস্যজীবী দলের সদস্য সচিব শামীম হোসেন উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি জুলাই সনদ জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর