ফেনীতে ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৫৯
ছবি : বাংলাদেশের খবর
ফেনী সদরে ৯শ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. তোফায়েল আহমেদ।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহি উদ্দিন এবং ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নুর উল্লাহ কায়সার।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনসুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পীযূষ রায় চৌধুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহি উদ্দিন জানান, রবি ২৫/২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষককে উফশী ধান আবাদের জন্য ৫ কেজি বীজ ও ২০ কেজি সার এবং ৩০০ জন কৃষককে হাইব্রীড ধান আবাদের জন্য ২ কেজি করে বীজ প্রদান করা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রকৃত কৃষকদের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এআরএস

