নরসিংদী-২
পলাশে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:১১
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদী-২ পলাশ আসনের পাঁচদোনায় বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল।
জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেনশাহ্ শানুর নেতৃত্বে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে পাঁচদোনা মোড় ও বাজার এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন দলীয় নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেছার উদ্দিন আহমেদ, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, সহসভাপতি লাল মিয়া মেম্বার, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল গাজী, সাধারণ সম্পাদক রাসেল মিয়া ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
সুমন রায়/এআরএস

