সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তেই মুক্তিযুদ্ধ : সুলতানা কামাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:২১
ছবি : বাংলাদেশের খবর
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নারী নেত্রী সুলতানা কামাল বলেছেন, ‘এই দেশ হবে সাম্যের দেশ, ন্যায়বিচারের দেশ এবং মানবিক মর্যাদার দেশ—এর কোনো ব্যত্যয় হবে না।’
তিনি বলেন, ‘এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীনতা অর্জন করেছে। এ বিশ্বাস থেকেই সকলের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে হবে। মানবাধিকার কোনো সংখ্যা বা গোষ্ঠীর ভিত্তিতে ভাগ করা যায় না। মানবাধিকার লঙ্ঘন মানেই মানবতার অবমাননা। আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, প্রত্যেকেই মানবাধিকার কর্মী।’
সোমবার (২৪ নভেম্বর) সকালে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে সমতল আদিবাসী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, নাটোর জেলা লিগ্যাল এইড অফিসার বাদল কুমার চন্দসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা।
নাজমুল হাসান/এআরএস

