Logo

সারাদেশ

বাউফলে এনসিপির তোরণে অগ্নিসংযোগ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৪৮

বাউফলে এনসিপির তোরণে অগ্নিসংযোগ

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিনের নামে নির্মিত একটি তোরণে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে।

রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে বাউফল পৌরসভার পশ্চিম সীমানায় স্থাপিত তোরণটিতে আগুন ধরিয়ে এর উল্লেখযোগ্য অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার নিন্দা জানিয়ে এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকায় কয়েকটি তোরণ নির্মাণ করা হয়েছিল। একটি তোরণ পোড়ানো যাবে, কিন্তু মানুষের ভালোবাসা নষ্ট করা যাবে না। যারা এই নিন্দনীয় কাজ করেছে তারা ভুল করেছেন। এতে আমাদের মনোবল ভাঙবে না। এনসিপি গণমানুষের হৃদয়ে পৌঁছাতেই থাকবে।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর