চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৫০
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আল আমিন (৩০) নামে এক পপকর্ন বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে এক নারিকেল বিক্রেতার বিরুদ্ধে।
সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টুর ছেলে।
স্থানীয় যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের শেষ বগিতে দুই বিক্রেতার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে নারকেল বিক্রেতা আল আমিনকে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আবু সালেহ/এমবি

