আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৩:৪০
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হতাহতের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
এর আগে সোমবার রাতে আশুলিয়ার গোহাইলবাড়ি, বাসাইদ ও সুবন্ধি এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোহাইলবাড়ি এলাকার মৃত রাইজ উদ্দিনের ছেলে মো. বশির উদ্দিন ওরফে বশু (৫৫), বাসাইদ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে তারেক শিকদার (৫৭) এবং ধামসোনা ইউনিয়নের সুবন্ধি নামাপাড়া এলাকার মো. তাজুল ইসলাম ওরফে তারার ছেলে মো. সোহরাব (৩২)। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সক্রিয় নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতা হতাহতের মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
হাসান ভূঁইয়া/এআরএস

