চরফ্যাসনে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্রের বাজার
এম ফাহিম, চরফ্যাসন (ভোলা)
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৩:৪৪
চরফ্যাসন সদর রোডে পুরাতন গরম কাপড়ের দোকান। ছবি : বাংলাদেশের খবর
শীত পুরোপুরি নামার আগেই চরফ্যাসন শহরের রাস্তাঘাটে ফুটে উঠেছে শীতের আগমনের রঙিন দৃশ্য। চরফ্যাসন সদর রোডের ফুটপাতজুড়ে এখন সাজানো রয়েছে মোটা সোয়েটার, জ্যাকেট, হুডি, উষ্ণ টুপি ও গ্লাভস। হালকা ঠান্ডা হাওয়ায় ফুটপাত যেন ছোট্ট এক মেলায় পরিণত হয়েছে।
সকাল থেকেই দোকান খোলা থাকলেও বিকেলেই ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি দেখা যায়। সব বয়সের মানুষ—শিশু থেকে বৃদ্ধ—শীতের প্রস্তুতি নিতে জামাকাপড় কিনতে আসছেন।
একটি দোকানে দেখা যায়, সোয়েটারের দাম ৫০ টাকা থেকে শুরু। মানসম্মত জ্যাকেটও মিলছে এক হাজার টাকার মধ্যে। কম খরচে ভালো পোশাক পেয়ে ক্রেতারা সন্তুষ্ট।
নাজিম হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘বড় দোকানে শীতের পোশাকের দাম অনেক বেশি। এখানে একই মানের পোশাক অর্ধেক দামে পাওয়া যায়। তাই প্রতিবছর শীতের শুরুতে এখানেই আসি।’
পুরাতন শীত পোশাক বিক্রেতা মো. মিন্টু সরদার বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম থেকে কয়েক লট পোশাক এনেছি। এখন দোকানে প্রায় তিন লাখ টাকার মাল আছে। শীত পুরোপুরি নামলে ক্রেতা আরও বাড়বে।’
তিনি জানান, বিশেষ করে বিকেলে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। সোয়েটার, হুডি ও জ্যাকেটের পাশাপাশি অনেকেই কম্বল ও টুপি কিনছেন।
এআরএস

