চাঁদা না পেয়ে বৃদ্ধকে সাজানো মামলায় ফাঁসানোর অভিযোগ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:১৬
ছবি : বাংলাদেশের খবর
জামালপুরের মাদারগঞ্জে চাঁদা না পেয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে সাজানো ধর্ষণ মামলা দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী জানিক।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জামালপুর শহরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে চর লোটাবর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী জানিক বলেন, গত ২৩ নভেম্বর সিধুলী ইউনিয়নের মনোহর আলীর স্ত্রী শিরিনা বেগম সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন যে চলন্ত সিএনজিতে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় আমাকে জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
জানিক দাবি করেন, অভিযোগে উল্লেখিত সময় তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।
তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য মোতালেব ও শফিকুল ইসলামের সঙ্গে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি তারা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমাকে প্রতিশোধ নিতে এই মিথ্যা মামলা সাজানো হয়েছে।
৭০ বছরের এই বৃদ্ধ আরও বলেন, এ বয়সে এসে ধর্ষণের মতো মামলায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এতে আমি সামাজিকভাবে হেয় হচ্ছি, মানসিকভাবেও ভেঙে পড়েছি। আমি এর ন্যায়বিচার চাই।
সংবাদ সম্মেলনে মামলা বাতিল, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
- মেহেদী হাসান/এমআই

