Logo

সারাদেশ

সখীপুরে বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:৫৯

সখীপুরে বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করছেন দলীয় নেতারা।

সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে এ পর্যন্ত সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুসহ প্রায় ২০ জন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগের এই সংখ্যা অচিরেই ২০০ ছাড়াতে পারে বলে জানা গেছে।

পদত্যাগের কারণ হিসেবে নেতারা উল্লেখ করেছেন নিজের দলীয় ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, মুক্তিযোদ্ধা আবদুল খালেক মণ্ডলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনসহ আহমেদ আজম খানের নানা অভিযোগ।

পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন—সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, সহসভাপতি আব্দুল মান্নান, সদস্য আশরাফুল ইসলাম বাদল, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লতিফ মিয়া, গজারিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. বিপ্লব, গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মজিবর ফকির, গজারিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম প্রমুখ।

মুহাম্মদুল্লাহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি পদত্যাগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর