টঙ্গীবাড়ীতে আধুনিক শিশু পার্কের উদ্বোধন
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৫:৩০
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নবনির্মিত ‘টঙ্গীবাড়ী শিশু পার্ক’’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী পার্কটির শুভ উদ্বোধন করেন।
১.০৭ একর জায়গাজুড়ে গড়ে ওঠা পার্কটিতে রয়েছে লার্নিং সেন্টার, সবুজ মাঠ, ওয়াকওয়ে, সাঁতার শেখার কেন্দ্র, দোলনা, স্লাইডার, বেঞ্চ, গোলঘরসহ নানা রাইড ও শিশুদের সমাবেশের জন্য উন্মুক্ত মঞ্চ রয়েছে। নিরাপত্তার জন্য একজন প্রশিক্ষিত কর্মী এবং সিসি ক্যামেরা রাখা হয়েছে।
জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এক কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই পার্কটি স্থানীয় শিশু-কিশোরদের বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিন্টু/এআরএস

