ভাঙ্গায় খাবারের দোকানে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৫:৫০
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা বাজারে মিষ্টির দোকান ও বেকারিগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে লাইভ বেকারির ম্যানেজার নুর আমিনকে ২ হাজার টাকা, আক্তার মিষ্টান্ন ভান্ডারের মালিক সাহেব আলী মুন্সীকে ৬ হাজার টাকা এবং সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিক দিলীপ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন বিএসটিআই ফরিদপুর জেলা অফিসের পরিদর্শক মো. জুবায়ের আল সিদ্দিকী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, ভোক্তা অধিকার সুরক্ষা এবং মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআরএস

