Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৫:৫৫

তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে গম চাষিদের মাঝে এই গম বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারিসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচি পরিচালিত হচ্ছে। সে অনুযায়ী উপজেলার ৬ হাজার চাষি কৃষি উপকরণ হিসেবে ৫ কেজি গম বীজ ও ২০ কেজি সার পাচ্ছেন। প্রতি পাঁচজনকে এক গ্রুপ করে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন জানান, ‘রবি ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার কৃষককে ৫ কেজি গম বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মধ্যে এসব উপকরণ প্রদান করা হয়েছে।’

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর