জামালপুরে চাঁদা না দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:০৮
ছবি : বাংলাদেশের খবর
জামালপুরে চাঁদা না দেয়ার প্রতিবাদে ৭০ বছরের বৃদ্ধকে সাজানো ধর্ষণ ও নির্যাতনের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ আলী জানিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জামালপুর শহরে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
বৃদ্ধ মোহাম্মদ আলী জানিক অভিযোগ করেন, গত ২৩ নভেম্বর মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামের মনোহরের স্ত্রী শিরিনা সংবাদ সম্মেলন করে দাবি করেন, চলন্ত সিএনজিতে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে এবং ওই ঘটনায় তাকে (বৃদ্ধ জানিক) জড়ানো হয়েছে। তিনি বলেন, ওই সময়ে তিনি নিজ বাড়িতেই ছিলেন।
তিনি আরও জানান, কথিত ধর্ষণ মামলার সাক্ষী শফিকুল ইসলাম ও ইউপি সদস্য মোতালেবের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তাকে ধর্ষণের সাজানো মামলায় ফাঁসানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী জানিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মেহেদী হাসান/এআরএস

