ফেনীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার ঔষধ ছিটানো কার্যক্রম উদ্বোধন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৮
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশার ঔষধ ছিটানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) শহরের বড় মসজিদের সামনে থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলাল উদ্দিন আলাল।
এসময় ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন, সেনেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, কনজার্ভেটিভ অফিসার সরোয়ার আলমসহ অন্যান্য পৌর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কনজার্ভেটিভ অফিসার সরোয়ার আলম জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভার ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হবে। কার্যক্রমের প্রথম ধাপে বড় মসজিদের সামনে এবং বড় বাজারের বিভিন্ন গলিতে ঔষধ ছিটানো হয়েছে।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

