ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৩
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন সরকার (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের পিরাপাট গ্রামে এ ঘটনা ঘটে। শিপন সরকার ওই গ্রামের গোলাম রব্বানীর ছেলে। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী।
নিমগাছি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ফেরদৌস আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিপন সরকার সোমবার দুপুরে মরিচের জমিতে সেচ দেওয়ার জন্য বালুয়া খাল এলাকায় যান। বিকেল সাড়ে ৩টার দিকে সেচ পাম্প বন্ধ করে বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে শিপনের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মিনহাজ উদ্দিন/এআরএস

