Logo

সারাদেশ

বাগাতিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:১৫

বাগাতিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় দুই বছরের শিশু তাসনিম আভা পুকুরে ডুবে নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ছোট চিথলিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তাসনিম ওই গ্রামের মো. তামিল আহমেদ ও মনোয়ারা খাতুন দম্পতির একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল তাসনিম। হঠাৎ তাকে দেখা না যাওয়ায় স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো খোঁজ না পেয়ে মসজিদের মাইকে নিখোঁজ সংবাদের ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরে বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন।

শিশুটিকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পুকুরে পড়ে ডুবে মারা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নাজমুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর