Logo

সারাদেশ

চাঁদপুরে এমবিবিএস ছাড়া ‘ডক্টর’ পদবি ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:১৯

চাঁদপুরে এমবিবিএস ছাড়া ‘ডক্টর’ পদবি ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরে এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডক্টর’ পদবি ব্যবহার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান তদারকি অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, খাবারের মূল্য তালিকা না থাকা এবং বাসী খাবার বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে বিসমিল্লাহ কফি হাউজের মালিককে ৫ হাজার টাকা, খাবারের মূল্য তালিকা না থাকায় এরাবিয়ান ফুড কর্ণারের মালিককে ২ হাজার টাকা এবং এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডক্টর’ পদবি ব্যবহার করার অপরাধে বিসমিল্লাহ মেডিকেল হলের সত্তাধিকারী মোঃ মামুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মাধ্যমে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর