Logo

সারাদেশ

আল্লাহকে নিয়ে ‘অশালীন মন্তব্য

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৯:৪৩

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন মন্তব্য এবং বাউলদের মাধ্যমে আলেম-ওলামা ও তাওহীদি জনতার শান্তিপূর্ণ সমাবেশকে ‘উসকানি দিয়ে প্রশ্নবিদ্ধ’ করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জের আলেম-ওলামা ও তাওহিদী জনতা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুজিবুর রহমান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তারা।

তারা বলেন, মানিকগঞ্জে শান্তি-শৃঙ্খলা ব্যাহত হোক—এমন কিছুই তারা চান না। জেলার বাউল সংস্কৃতি ও শিল্পচর্চার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই; তবে ধর্মীয় বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ‘সতর্কতা ও সংবেদনশীলতা’ বজায় রাখা প্রয়োজন।

মুজিবুর রহমান বলেন, ‘বাউলরা গান-বাজনা করবেন—এটা আমাদের কোনো সমস্যা নয়। কিন্তু কুরআন-হাদিসের ভুল ব্যাখ্যা দেওয়া বা ধর্মীয় বিষয়কে অপব্যবহার করা ঠিক নয়। যার বিরুদ্ধে অভিযোগ, আমরা শুধু তার বিরুদ্ধেই কথা বলছি। সারাদেশে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যেন আমরা বাউলদের গান-বাজনা বন্ধ করে দিচ্ছি—এটা সত্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের তাওহিদী জনতার নামে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। আমরা চাই, প্রশাসন যেন এই মামলা তুলে নেয় এবং কাউকে হয়রানি না করা হয়। যদি হয়রানি বন্ধ না হয়, তাহলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, মাওলানা শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, সহকারী আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, সহকারী প্রচার সম্পাদক মুহাম্মাদ রমজান মাহমুদ প্রমুখ।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর