ফেনী-১
খালেদা জিয়ার আসনে নির্বাচনী গণসংযোগে মজনু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৯:৫০
ছবি : বাংলাদেশের খবর
ফেনী-১ আসন থেকে বরাবরের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার অসুস্থতার কারণে এলাকাজুড়ে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী তিনি ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী) আসনের ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। মনোনয়ন পাওয়ার পর থেকেই বেগম জিয়ার প্রতিনিধি হয়ে তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে সাধারণ ভোটারের কাছে চেয়ারপারসনের সালাম পৌঁছে দিচ্ছেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মজনু বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ ভোটাররা খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, গত ১৬ বছরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ক্ষমতাসীন দল নিজেদের স্বার্থে সবকিছু নিয়ন্ত্রণে রেখেছিল। এবার জনগণ ভোটাধিকার ফিরে পেতে নির্বাচনমুখী হয়ে উঠেছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমদ মজুমদার, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য মসিউর রহমান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাশেদা আক্তার রুমা, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন ভূঁইয়া, যুবদল নেতা সাকিল, সাবেক ছাত্রদল নেতা সাখাওয়াত এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাদিম উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

