Logo

সারাদেশ

কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযানে ২২ মামলা

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৯:৫৬

কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযানে ২২ মামলা

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে ২২টি মামলায় ৯১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানে জেলা প্রশাসন ও বিআরটিএ সহযোগিতা করে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোট ২২টি মামলা করা হয়। এসব মামলার ভিত্তিতে ৯১ হাজার ৫০০ টাকা জরিমানার পাশাপাশি ৫টি পণ্য ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে অভিযানে কারাদণ্ড বা ডাম্পিংয়ের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুল আলম বলেন, ‘সড়ক পরিবহন আইনসহ সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের বিরুদ্ধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযানের মাধ্যমে চালক ও যানবাহন মালিকদের আরও সচেতন করা যায়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিআরটিএ প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করে যাচ্ছে।’

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, ‘আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। জনস্বার্থে সড়ক শৃঙ্খলা, ভোক্তা অধিকার ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর