সুয়াগাজী বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদে সতর্কবার্তা ও ময়লা পরিষ্কার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:০০
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন সুয়াগাজী বাজারে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে বাজারের সড়কের পাশে দীর্ঘদিন জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে এ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে যান চলাচল স্বাভাবিক রাখা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
অভিযানকালে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, ‘সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। দ্রুত স্বেচ্ছায় দোকানপাট সরানো না হলে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে।’
তিনি আরও বলেন, ‘সড়কের দুপাশে জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে বাজারে চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম নিয়মিত চালানো হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির নেতারা।
সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

