Logo

সারাদেশ

৩১ দফা বাস্তবায়নে মানিকগঞ্জে বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল

Icon

আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:০৭

৩১ দফা বাস্তবায়নে মানিকগঞ্জে বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল

ছবি : বাংলাদেশের খবর

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো।

সভায় অংশগ্রহণকারীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের কল্যাণের জন্য দোয়া করেন।

শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।

তিনি বলেন, ‘৩১ দফা বাস্তবায়িত হলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খোলা হবে, যেখানে কৃষক সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। পাশাপাশি গরিব কৃষকদের সারও দেওয়া হবে।’

এস এ জিন্নাহ কবির আরও বলেন, ‘বেশিরভাগ মানুষ সরকারি চাকরির সুযোগ পাননি। এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের প্রত্যেক বেকারের জন্য বেকার ভাতার ব্যবস্থা থাকবে। ফলে বিএনপি ক্ষমতায় এলে যারা বেকার থাকবেন, তাদের সন্তানরা বেকার ভাতা পাবেন।’

সভায় বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, শিবালয় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬-৭ হাজার মানুষ উপস্থিত ছিলেন। পুরো লঞ্চঘাট এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর