Logo

সারাদেশ

ভাঙ্গায় আ.লীগের সাধারণ সম্পাদকসহ অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:১১

ভাঙ্গায় আ.লীগের সাধারণ সম্পাদকসহ অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুই নেতাসহ অর্ধশত নেতাকর্মী মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠান ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘বিগত ১৭ বছরে আওয়ামী লীগ শুধু মানুষের সম্পদ লুণ্ঠন করেছে এবং জনগণের সঙ্গে অন্যায় করেছে। যারা এসব অন্যায় করেছে, তারা সবাই বর্ডার পার হয়ে পালিয়েছে। তাদের ধাওয়া করার প্রয়োজন পড়েনি।’

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘যারা চিহ্নিত অপরাধী, তাদের আইনের আওতায় আনুন। যারা অন্যায়ে জড়িত ছিলেন না, তাদের হয়রানি করবেন না।’

অনুষ্ঠানে ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, জেলা যুবলীগ নেতা লাভলু মুন্সী পদত্যাগের ঘোষণা দিয়ে প্রায় অর্ধশত নেতাকর্মী ও নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বিএনপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওসমান মুন্সী ও রেজা মুন্সী, বিএনপি নেতা ইব্রাহীম মুন্সীসহ অন্যান্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইমরান মুন্সী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর