Logo

সারাদেশ

আনিসুল হক

‘১৯৭১ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সংকটে নেতৃত্ব দিয়েছে বিএনপি’

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:১৬

‘১৯৭১ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সংকটে নেতৃত্ব দিয়েছে বিএনপি’

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, ‘বেগম খালেদা জিয়া গত ১৬ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ২০ কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করবেন।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে তাহিরপুর থেকে সাচনাবাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কজুড়ে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। পুরো শোডাউনজুড়ে ধানের শীষের স্লোগানে মুখরিত হয় হাওর অঞ্চলের রাজপথ।

আনিসুল হক বলেন, ‘১৯৭১ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের সংকট মুহূর্তে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসে ফ্যাসিস্টদের হটিয়ে দেশের অস্তিত্ব রক্ষা করেছিলেন। বিএনপি প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে। আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমান দেশের হাল ধরবেন।’

উন্নয়ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান, ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার কার্ড চালু সহ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি দাবি করেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের সামগ্রিক সংকটের সমাধান হবে এবং মানুষ নতুন করে স্বপ্ন দেখতে পারবে।

তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। দীর্ঘ ১৬ বছর পর মানুষ ভোট দিতে প্রস্তুত। দল যাকে মনোনয়ন দিয়েছে, তাকে সমর্থন করে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন সবার দায়িত্ব।’

পথসভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান। সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী আফেন্দী।

এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাকাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফেন্দী, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজান, অ্যাডভোকেট শাহিনুর রহমান, ইকবাল হাসান ও জুলফিকার চৌধুরী রানা।

সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে এবং সাচনাবাজার এলাকায় ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

মো. আব্দুল হালিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর