Logo

সারাদেশ

ভোলায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:২১

ভোলায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

‘নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দুর্বার নেটওয়ার্ক ভোলা ও নারীপক্ষ যৌথভাবে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, নারী অধিকারকর্মী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে ভোলা সরকারি কলেজের সামনে সকালবেলা মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে’ সহ নানা শ্লোগান প্রদর্শন করে। পরে লিফলেট বিতরণ করা হয় এবং কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, তরুণ সংগঠক মোহাম্মদ অনিক, তাওহীদ, সাহিদ হোসেন দিপুসহ আরও অনেকে। বক্তারা বলেন, পরিবারে, সমাজে, রাস্তাঘাটে, কর্মস্থলে, প্রতিষ্ঠানে, যানবাহনে এবং দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে নারী চরম নিগ্রহ ও নির্যাতনের শিকার হন। এর মূলে রয়েছে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নারী-পুরুষের মধ্যে বৈষম্য এবং সর্বত্র নারীকে অধস্তন করার প্রচলিত নীতি।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি নির্যাতন তখনই কমবে যখন সমাজে এবং পরিবারের মধ্যে দৃষ্টিভঙ্গি বদলাবে। নারী নির্যাতন প্রতিরোধে আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে।

উল্লেখ্য, ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান রিপাবলিকের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মিরাবেল ভগ্নিত্রয়কে সেনা সদস্য দ্বারা ধর্ষণ ও হত্যা করার ঘটনায় স্মরণে ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকান ও ক্যারিবীয় নারী সম্মেলন ২৫ নভেম্বরকে "নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস" ঘোষণা করে। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর উইমেন্স গ্লোবাল লিডারশীপের প্রশিক্ষণে ২৩টি দেশ থেকে অংশগ্রহণকারীরা ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬দিনব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণের প্রস্তাব দেন। বাংলাদেশে 'নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি' ১৯৯৭ সাল থেকে প্রতিবছর এক নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করে আসছে।

আদিল হোসেন তপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর