Logo

সারাদেশ

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ফরিদগঞ্জে মহাসড়কে টোল আদায়

Icon

নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ (চাঁদপুর)

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:৩৯

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ফরিদগঞ্জে মহাসড়কে টোল আদায়

ছবি : বাংলাদেশের খবর

ফরিদগঞ্জ পৌরসভায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে টোল আদায় করা হচ্ছে। টার্মিনাল ছাড়া কোনো সড়ক বা মহাসড়কে টোল নেওয়া নিষিদ্ধ থাকলেও চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তায় প্রতিদিনই এ টোল নেওয়া হচ্ছে।

ভুক্তভোগিরা অভিযোগ করেছেন, লোড আনলোড না করলেও দূরপাল্লার গাড়িগুলোকে টোল দিতে হয়। এমনকি যারা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ব্যবহার করেন না, তাদেরকেও টোল দিতে বাধ্য করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি আটকিয়ে রাখা হয় এবং চালকরা অশালীন কথা শুনতে বাধ্য হন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনের পর দেশের অন্য পৌরসভায় সড়ক বা মহাসড়কে টোল আদায় বন্ধ হলেও ফরিদগঞ্জে কয়েকদিন বিরতির পর আবার জোরপূর্বক টোল আদায় শুরু হয়েছে। চালকরা বলছেন, এটি চাঁদাবাজির শামিল।

ইজারাদারের চুক্তিপত্রের ৩ নম্বর লাইনে লেখা আছে, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ছাড়া সড়ক বা মহাসড়ক থেকে কোনো ধরনের টোল নেওয়া যাবে না। তবে বাস্তবে টোল আদায়কারীরা বলছেন, পৌরসভা থেকে অনুমতি আছে।

ইজারাদার ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন বলেছেন, ‘আমরা নিয়ম মেনেই টোল আদায় করছি। চুক্তিপত্রে কোথাও লোড–আনলোড উল্লেখ নেই। তবে আমরা স্বীকার করছি ভাটিয়ালপুর থেকে টোল নেওয়া অনিয়ম।’

ফরিদগঞ্জ পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া জানান, অভিযোগের বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর