Logo

সারাদেশ

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের বাড়িতে পুলিশ মোতায়েন

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:৪৭

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের বাড়িতে পুলিশ মোতায়েন

ছবি : বাংলাদেশের খবর

মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামে বাউল শিল্পী আবুল সরকা‌রের বাড়িতে নিরাপত্তার জন্য ১৬ জন এপিবিএন পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্প্রতি আবুল সরকার খালা পাগলির মেলার একটি পালাগানের আসরে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হন।

স্থানীয়রা বলেছেন, শিল্পীর কটূক্তি নিয়ে গ্রামে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধর্মপ্রাণ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী মানুষজন দুঃখিত হলেও, অন্য ধর্মের মানুষজনও বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ৪ নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় মেলার একটি পালাগানে আবুল সরকার এই মন্তব্য করেন। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল হয় এবং তীব্র সমালোচনার মুখে পড়ে।

১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি অনুষ্ঠান থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এরপর মুফতি মো. আবদুল্লাহ ঘিওর থানায় মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

শাস্তির দাবিতে ২৪ নভেম্বর মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে পূর্বঘোষিত মানববন্ধনের সময় বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনজন ভক্ত ও এক তৌহিদী জনতার আহত হন। এই ঘটনায় ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আবুল সরকারের মেয়ে ইনিমা রোশনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পরিবারসহ জীবন ঝুঁকির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। যারা পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ। আহত বাউল শিল্পীরা আমাদের পরিবারের অংশ। আমরা একে অপরের জন্য বাঁচি, একে অপরের জন্য দাঁড়িয়ে থাকি। দোয়া করবেন, যেন আমরা নিরাপদ ও সুস্থ থাকি।’

চর তিল্লীর স্থানীয়রা বলছেন, ‘শিল্পী আগেও গান বাজনা করতেন। হঠাৎ কেন এ ধরনের মন্তব্য করলেন, তা বোঝা যাচ্ছে না।’

চর তিল্লী মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক বলেন, ‘আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে মারাত্মক কথা বলেছেন, যা কেউ মেনে নিতে পারবে না। অন্য ধর্মের লোকও বিষয়টি গ্রহণযোগ্য মনে করবে না।’

চর তিল্লীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই সুভ্রত কুমার বিশ্বাস জানিয়েছেন, সোমবার রাত থেকে ১৬ জন এপিবিএন সদস্য শিল্পীর বাড়ির নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এছাড়া স্থানীয় পুলিশও সতর্ক অবস্থানে টহল দিচ্ছে।

মো. মাসুদ রানা/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর