প্রতীকী ছবি
ঝিনাইদহের শৈলকূপায় একটি মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মারুফ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মারুফ শৈলকুপার আলমডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। আহত মোটরসাইকেল চালক রিবাত আলমডাঙ্গার গ্রামের বাসিন্দা। অপরজন কুষ্টিয়ার হরিপুরের সাবদার আলীর ছেলে মোজাহিদ। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে শেখপাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে ওই তিন কিশোর গাড়াগঞ্জ বাজারে পূর্বে ক্রয়কৃত প্যান্ট সাইজে না হওয়ায় দোকানে পরিবর্তন করতে যাচ্ছিল। পথিমধ্যে শেখপাড়া পাম্পের কাছে পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয় এবং ট্রাক চালক পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। এক পর্যায়ে রাত ১০টার দিকে মারুফের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ‘এ ঘটনায় ঘাতক চালককে আটক করা যায়নি। তবে ট্রাক আটক করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।’
এম বুরহান উদ্দীন/এনএ

